হে মোর বিশ্ব জয় করা লক্ষীরাণী;
তুমি পাশে তাই - পৃথিবীর সব
আমার কাছে হার মানে।
....................................
হে মোর বিশ্ব জয় করা লক্ষীরাণী;
স্বপ্নের যুদ্ধে_ জীবন যুদ্ধে - সবাই আমায়-
অসম্ভব আকর্ষনীয় অমর সৈনিক জানে ।
দিনের কষ্ট, রাতের দুঃখ,
মরু প্রান্তরের তীব্র খরা;
এরা সবাই আমায় ঠাকুর মানে ।
..........................................
হে মোর বিশ্ব জয় করা লক্ষীরাণী;
আমার সকল কাজে _অবসন্ন মনে-
তোমার উৎসাহ-প্রেরণা, দীপ্তি আনে ।
............................................
হে মোর বিশ্ব জয় করা লক্ষীরাণী;
আমার জয়ী খুঁজতে গেলে_ পাই- তুমিই মূলে ,
আমার সমস্ত বিজয় টিকা তোমার চরণ তলে ।
আমার আকাশছোঁয়া অসীকৃপাণ,
অতি নিপুণ সুখে কেঁদে
গায় তোমার চরণ তলের গান ।
............................................
হে মোর বিশ্ব জয় করা লক্ষীরাণী;
আজ বেলা শেষে ক্লান্তমনে__
মুক্ত হই__ গর্ব রেখে তোমার ধূসর খোঁপার কোণে ।
..........................................................
হে মোর বিশ্ব জয় করা লক্ষীরাণী;
তুমি মোর জীবনের শিরোভূষণ,
অতি সহজে ব্যকুল মনে-
আমার প্রতি প্রণয় করলে বিশ্লেষণ ।
তাই আজ _ধরণী তোমায় ভালবেসে-
সবুজ যৌবন ফুটায় শুধু হেসে ।
.............................................
হে মোর বিশ্ব জয় করা লক্ষীরাণী;
আজ এই রাজদ্রোহীর উচ্চাসনে-
তুমি পূঁজারিণীর জয়মাল্য উড়ে একমনে ।
..............................................
হে মোর বিশ্ব জয় করা লক্ষীরাণী;
আমার প্রতি তোমার গভীর প্রণয়
ঊষা-গগন-প্রভাতে, নিশির তারাতে
সুখ জ্বালে ঝলমলে_ সাথে বিজয় ।
আমার সত্যস্পর্শী কর্মে __তুমি পূর্ণতা,
তোমার সন্ধানী দৃষ্টি__ আমার জীবনের কারুকার্যতা ।
..........................................................
রচনাকালঃ ২৮/০৪/২০০৩ ইং