এক ধর্ম
এক সুপ্ত চিন্তা মনের মাঝে মারে উকি,
তবে ভয় হয়, কাজটাই আছে অনেক ঝুঁকি।
সাধারণ প্রজা হয়ে করতে চাই এক গভীর ষড়যন্ত্র ।
দুই রাজার ' কানে বাজাবো কুটির মন্ত্র।


তাই "মন্দিরে" একবার পড়তে চাই  "নামাজ"
আর "মসজিদে" ছড়াবো "হরিনামের"সাজ।
ওরে অনেক তো হলো ধর্মালম্বীদের লড়াই
এবার দেখি একবার ধর্ম প্রতিষ্ঠাতাদের বড়াই ।


যে জিতবে সেই হবে সবার  "রাজা "
নতুন করে সবাই  হবে সেদিন তোমার প্রজা।
তাই সমস্ত জীবের মাঝে "মনুষ্যত্বই"হোক আসল ধর্ম,
হিন্দু ,মুসলিম জাতি হোক এবার খর্ব।


(* ভগবানের মাঝে কোনো ব্যবধান নেই। তবে কেন মানুষের মাঝেই ব্যবধান। সেটাই বুঝাতে চেয়েছি দয়া করে অন্য কিছু ভেবে বসবেন না। )