একাকী
কিছুই ভালো লাগেনা আজ যে ভীষণ একা,
জীবনের কঠিন বাস্তবও দিয়েছে দেখা ।
মরুময় জীবনে হাঁটছি তাই এখনও একা,
জানিনা কবে পাবো সবুজের দেখা ?


সারা দিন বদ্ধ ঘরে দমবন্ধ করে থাকি যখন একা ,
কল্পনার তুমি এসে বারেবারে দাও দেখা।
পরিবার-পরিজনের মাঝে কোথাও যেন আমি একা,
রাত রাতে জেগে থাকি যদি পাই একটু সুখের দেখা।


নীরব বেদনার এ অশ্রু মুছছি আজও একা,
কোন বন্ধুই  আমার দেইনি  দেখা ।
আর যে বোলতো আমিতো আছি তুমি নও একা,
অন্যের বুকে তারও মাথা যায় দেখা।