হ্যাঁ আমি তোমাদের সেই খারাপ ছেলে;
সবাই চলে গেছে তাই আজ আমায় ফেলে।
সবার ব্যবহারের পাত্র শুধুই ছিলাম আমি,
কখনো হতেই পারলাম না কারো কাছে দামি !
সবাইকে হাসিয়েছি জোকারের অভিনয়ে,
লুকানো কান্না কেউ দেখেনি আপন হয়ে।
চোখের জল মুছিয়েছি কতবার তোমায় আপন করে,
আজ তুমিও অপমান করলে অন্যের হাত ধরে।
খারাপ ছেলের স্বপ্নের ঘর ভেঙে আজ-
তৈরি করেছে সে তার রাজপ্রাসাদ।
থেকো সেখানে তোমরা সবাই সুখে,
রাতের আকাশে পাবে আমায় মন খারাপের দুঃখে।
খারাপ ছেলে আজ দাঁড়িয়ে একা সূর্যাস্তের পারে,
শুধুই মৃত্যুর প্রার্থনা করে ভগবানের দ্বারে ।