চলো বলি এক গরীব বেকার ছেলের কথা ।
         কেউ কখনো বোঝেনি তার মনের ব্যাথা ।
দেয়নি কেউ তার জন্য সামান্য সুপারিশ ।
দিলে হয়তো পেতো একটু সুখের হদিশ ।


         বন্ধুদের দেওয়া প্রথম চাকরির মিষ্টি ,
         অজান্তেই তৈরি করতো তার মনে গভীর ক্ষতের সৃষ্টি।
  হাতে হাত দিয়ে 'যে' যেতে চাইতো অসীমের পারে।
  'সেও' আজ দিগন্ত খুঁজে পেল অন্যের ঘরে ।


           আত্মীয়-স্বজনের কটু কানা-ঘুষি ।
            কেড়ে নিল তার মনের শেষ হাসি-খুশি ।
যখনই সামান্য চাকরির ফর্ম ছাড়ে -
লেখা পরীক্ষায় সে সহজেই পাস করে ।


        "ঘুম আসেনা অজানা মৌখিক প্রশ্নের আতঙ্কে",
         অর্থের কাছে পারবে তো সে এবার জিততে ??