২৯ শে জুলাই বিদ্যাসাগরের সরনে ,
শতকোটি প্রনাম রহিল তাঁহার চরনে ।
বাংলার মুখ উজ্জ্বল করে উচ্চ করি শীর,
কোথা আজ চলিয়া গেছ হে মহাবীর ।
বাংলা ভাষার রুপের তুমি রূপকার ,
তুমিই ব্যাকারনের শ্রেষ্ঠ জাদুকর ।
বর্ণপরিচয় ও কথামালা আড়ালে,
নব প্রতিমা তোমার ঘরে ঘরে গড়ালে।
বাঙালি তথা বাংলা ভাষা যতদিন রবে।
তোমার স্থান প্রতিটি বাঙালির হৃদয়ের হবে।