বিলি ব্যবস্থা
শীর্ষেন্দু বৈরাগী
বাবু ভাত কি আর আছে তোমার ওই হাড়িতে ?
দিন না একবার কুড়িয়ে নিই আমার শাড়িতে।
কাল থেকে যে পেটে পড়েনি একটুকরো ভাত,
গাছের পাতায় লবণ গুলে পার করেছি রাত।


দাওনা হাড়িটা ওই যে লেগে আছে!
সব খুটে নেবো, যা ছড়াবে যা পরবে নীচে।
যা ভাগ বুড়ি, কাল আসবি একটু আগে
তবে যদি পাস বেশি একটু ভাগে।


কি করব বল উপায় যে আমারও নাই
থাকলে কি তোদের দিতাম না ঠাঁই।
বাবু আসেন এবার ,বউ দিদিমণি শরবৎ করেছে ঠান্ডা
ভোলা" দরজা ভেজিয়ে দে তবে একবার ঘুরিয়ে ডান্ডা।