মারন ভাইরাস তুমি যে করোনা ,
উহান থেকে করলে যুদ্ধ ঘোষণা।
গৃহযুদ্ধ শুরু করে থাকিলে না কেন ঘরে ?
তোমার জন্য বিশ্ববাসী এখন ভয়ে কেঁপে মরে ।
শ্রেষ্ঠ জীব মানুষ মোরা তারে দিলে না ছাড়।
অদৃশ্য হয়েও ছড়ালে করুন হাহাকার।
ধনী ব্যক্তির তেমন কিছু যায় আসবে না জানি ।
গরিবের যাবে শুধু তুচ্ছ প্রাণ-খানি ।
লকডাউন তুললে আসবে করোনা ।
না তুললে পেটের জ্বালা বাঁধ মানিবে না।
তোমাকে আটকানোর উপায় মনে নাহি পরে ।
শক্তিশালী সাম্রাজ্য তাই লাখের গন্ডি ছাড়ে ।
যদি করিতে আসো ঠান্ডা যুদ্ধ মোদের তরে ,
মনে রাখো শক্তিশালী যুবক আছে ভারত মায়ের ঘরে।
ইনক্লাব বলে নবরুপে দেবো আবার ডাক ।
ষড়যন্ত্রের ফসল করোনা হবে কুপোকাত ।
বন্ধু হয়ে আসিও কখনও ভারত মায়ের কোলে ।
এত সুন্দর ভালোবাসা পাবে না জগত্ ঘুরে এলে ।
বিপদে মনুষ্যত্ব ছাড়া ধর্ম থাকে না জানি সেটা মোরা।
সুতরাং ধর্ম কে অবলম্বন করে যাবেনা প্রবেশ করা।
ভগবান আসিবেনা এখন কাঁদিলেও শত ।
তাই ডাক্তারদের শ্রদ্ধা করো ভগবানের মতো ।।