দান


আমার জীবনের আদর্শ হে দাতা কর্ণ ,
তোমার পথে হাটতে গিয়ে হয়েছি আজ বিষন্ন ।
তোমারই মত হাসি মুখে করেছি কত শত দান,
কখনো হতে দেয়নি তোমার আদর্শের অপমান।


ভাবিনি কুরুক্ষেত্রও আসবে আমার জীবনে ,
কেউ ইন্দ্রের ন্যায় ভালোবাসার মানুষটিও চাইবে গোপনে।
হ্যাঁ সেদিন ও রেখেছি তোমার সম্মান ,
বুক-চিরে, নিরব অশ্রু জলে দিয়েছি তারও বলিদান।


জীবনের শ্রেষ্ঠ দান টাই হয়তো পারিনি হাসিমুখে দিতে,
সেই অভিশাপ দু -চোখের জল হয়ে আসে খোজ নিতে।
তবুও হাঁটবো তোমায় দেখানো পথে
যতদিন না আসে যমরাজ তার সোনার রথে ।