এতদিন মনে মনে পূজিতাম যারে ,
অবশেষে স্বপ্নে পাইলাম তারে ।
প্রণাম সারিয়া কহিলাম এতদিন পরে এলে ?
কোথায় হারিয়ে গিয়েছিলে আমাদের ফেলে ।


   যাক সে-সব কেমন দেখছো বলো তোমার দেশ ?
   হুম দেখলাম স্বাধীনতা আড়ালে করেছ সব শেষ।
   জানো কত উন্নত ভারতীয় আমরা আজ ?
   হু দেখে এলাম মোড়ের মাথায় উন্নতির নোংরা নাচ ।


তোমাদের এই বিলাসিতা সুখের তরে।
আমাদের মত কত শহীদ শায়িত  আছে ঘুমের ঘরে।
আচ্ছা আমরা যে স্বাধীনতা দিয়েছি তোমাদের ,
বিনিময় তোমরা কি দিয়েছো আমাদের ?


   কেন সবার ঘরে ছবি,শ্রদ্ধাঞ্জলি আর ভালোবাসা ,
   ও -ওদুটোই যে আজ বড়ই সর্বনাশা ,
   শ্রদ্ধাঞ্জলির নামে বড় বড় কথার মালা ঝুলিয়ে,
   নিজের দায়িত্ব থেকে সরে যাচ্ছ তোমরা মুখ লুকিয়ে।


তবে কি চাই তোমাদের তুমি বলে দাও প্রভু,
চাই বীরযোদ্ধা,আদর্শবান যে অন্যায় ভয় করবে না কভু।
স্বাধীনতা-স্বাধীনতা বলে গলা ফাটিয়ো না আর ,
যা এনে দিয়েছি তার যথার্থ মানে বার করো এবার।


   দাঁড়াও জাতির মেরুদন্ড সোজা করিয়া,
   অসহায়ের পাশে যাও দুই হাত বাড়িয়া ।
   এ-কি মহাবীর উঠিতেছ নাকি আজ ?
   হ্যাঁ এই সুন্দর দিনে ওপারেও যে রয়েছে অনেক কাজ।