কেন জানিনা বারে বারে অবুঝ হয়ে -
    খারাপ হয়েছি শুধুই তোমার খোঁজ চেয়ে ।
                  জীবনে খুব বেশি বন্ধু  ছিলনা আমার ,
              তবুও কেউ দিল না একটু খোঁজ  তোমার ।


  তাই কাগজের এরোপ্লেনে লিখি তোমার নাম,
  জানিনা গন্তব্যের আগেই কোথায় হয় তারা অন্তর্ধান।
                       চেয়ে থাকি ঘরে ফেরা পাখিদের পানে ,
             ভাবি মনে আজ বুঝি তারা তোমার খোঁজ আনে।


দুবাহু প্রসারিত করে ছুঁয়ে দিই ঝড়ো হাওয়া ,
কখনো কি বুঝেছ তাতে রয়েছে কতো ভালোবাসার ছোঁয়া।
                কত কথা লেখা আছে ওই নীল গগনে -
                   পাঠোদ্ধার করিও অবসরে একমনে ।


  জানি জীবনের শেষে একদিন ঠিকই আসবে তোমার খোঁজ।
      শায়িত কফিনে দিয়ে যাবে আমার দেওয়া ROSE,,,,,