বন্ধু শার্ট ,প্যান্ট পড়ে গেলাম অফিস ঘরে,              
May I coming sir ? কইলাম দ্বারে।                      
না দেখেই বলিল Sir, come and take your seat.
ঘামিতেছ এত কেন তুমি রয়েছো  তো fit ।          
বললাম আমি প্রথম চাকরির interview,          
ইসিলিয়ে Nervous হো তুম কিউ ?                      
বাংলা, english, হিন্দি সমন্বয়ে তরে,              
বসিলাম আমি চেয়ার সোজা করে।                      
নাম্বার তো বলছে তুমি যথেষ্ট শিক্ষিত ছেলে।        
তোমারে যে প্রশ্ন করব তার উত্তর নাই মোদের অন্তরালে
What are you talking each other ?            
Nothing, he is like your brother.
জানিনা কি উপহাস হচ্ছে আমায় ঘিরে।              
চাকরির interview হয় কী এমন করে ?                    
ক্যা কারতা হে তুমারে পিতা জী ?            
জড়িয়ে বললাম আমি মামলি কিষান হে জী।              
চোখ চাওয়াচাওয়ী করে তিন sir মিলে।                  
ভাবি এই বুঝি ঘন্টা বাজিয়ে next  বলে.                
হোক না বাবা আমার গরীব কৃষক।                      
সেটাই কি জীবনে বড়ো অভিশাপ ?                    
সরাসরি বলি এবার তোমারে ভাই !            
নিশ্চিত চাকরি তোমার,কিছু পয়সা যে চাই।            
ফাইল গুটিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি।                    
প্রণাম জানিয়ে বললাম কৃষকের সততায় দামি ।