কবি প্রণাম
শীর্ষেন্দু বৈরাগী


মা উনি কে ওই যে দাড়ি ও পাকা চুলে,
কেমন করে তাকিয়ে আছে আপন ভুলে।
বুকে নিয়ে "মা" বলে উনিই সেই কবি-
কোটি কোটি বাঙালির হৃদয় আছে যার ছবি।


মা দেখো ওনার হাতে কত-শত বই
বকবে না তো যদি ওনার পথের পথিক হয়।
পড়া ফেলে ঘুরবো মাঠে, হাঁটবো পাড়াগায়
বাউলের সঙ্গী হয়ে  কখনও বা হাটবো খালি পায়।


যদি পালিয়ে যায় কোন এক জ্যোৎস্না রাতে-
মনে রেখো ফিরে আসবো মানুষ হয়ে,মানবতার সাথে।।