ছোট্ট খোকন দৌড়ে এলো মায়ের কোলে,
দুহাত বাড়ায়ে নিলো মা তারে সকল কাজ ফেলে।
কেন এলে খোকন দৌড়ে তুমি এমন করে!
কিছু প্রশ্ন ছিল যে মা, শুধু তোমায় ঘিরে।
লকডাউন কি হয় বুঝিয়ে দাও আমারে।
বাবা কেন ঘরে বসা? যায় নাই খামারে ?
দোকান পাট সব বন্ধ করে হেথায় ,                          
মুদি মানুষ গুলো সব গেছে কোথায়?
ও পাড়ার ছেলেরা খেলতে এলে মাঠের পারে।
কেন নিয়ে যায় ওদের বাবা-মা ঘরে টেনে ধরে ?
আমাদের স্কুল কি গেছে সব উঠে ?  
সন্ধ্যা হলে দাদারা সেখানে তাসের সাথে খৈনি ঘাটে ।
টিউশানে,বাড়িতে পড়িনাতো আর দু- বেলায়।
কেন তুমি বকো না আগের মতো আমায় সে-বেলায়।
হামি খেয়ে বলে মা ওরে আমার মহোন।
লকডাউন এর জন্যই তো হয়েছে এমন।
ওনার মাইনে আসেনা কর্মী সে, বে-সরকারি ।
ওপারাদে চলন দেখে বুঝিসনা কর্মী ওরা সরকারী।
পড়াশোনা স্কুল-কলেজ যাক না সব উঠে,
স্যার দের বেতন যেন আসে ঠিক সময় পকেটে।
ভয়ে পড়তে বসতে বলি না আমি তোরে ঘরে,  
পড়া হলেই তো বলবি মা ভাত আর কত পরে।
জানিনা হবে কি আমাদের উপায়,
সরকারি সাহায্য যাচ্ছে তো বড়লোকের সেবায়।
জানিনা কি বুঝলো খোকন মায়ের বেদন কথা,
আঁচলে মুছিল চোখ নিয়ে নীরবতা।