শুনুন- শুনুন- শুনুন সবাই -
করোনা কে এবার করতে সাফাই।
কিছু নিয়ম মানা অবশ্যই দরকার,
ঘোষণা করছে যেটা রাষ্ট্রের সরকার।
প্রথম - মাক্স যেন থাকে সবার মুখে।
দুঃসময় গরিবের পাশে থেকো দূরত্ব রেখে ।
দ্বিতীয় - হাত ধুতে হবে বার বার সাবান দিয়ে।
রোগের সঙ্গে যুদ্ধ হবে রুগী কে সঙ্গে নিয়ে।
তৃতীয় - জমায়েত যেন না হয় রাস্তার কোণে।
স্বাভাবিক হলেই মিলব সবাই চায়ের দোকানে।
চতুর্থ - যেখানে সেখানে থুথু ফেলা বন্ধ করতে হবে।
জানিনা শিক্ষিত মানুষের সে ঘুম ভাঙবে কবে।
পঞ্চম - কর্মহীন শ্রমজীবী গরিব মানুষের পাশে।
মানুষ পাশে থাকে যেন মানুষকে ভালোবেসে।
ষষ্ঠ - বন্ধুত্বের মাঝে আজ ব্যবধান হোক ছয় ফুট ।
আর হৃদয়ের ব্যবধান থাকুক অটুট।
কথা দাও মনুষত্ব - মানুষকে ছেড়ে যাবে না।
সকলের সতর্কতায় তখনই দূর হবে করোনা।