খোলস ছেড়ে বেরিয়ে আয় রে ভাই,
মানুষ যে আজ বড়ই অসহায়।
গরীবের মুখের ভাত নিচ্ছে কেড়ে
ভন্ড সরকার সেবা করে।
দু্র্দিনে আজ নিজের ঘরে,
পাপের টাকায় ফুর্তি করে।
ক্ষুধার জ্বালায় বাইরে এলে
সমাজ সেবক পেটায় ফেলে।
চাল, ডাল, আলু পাচ্ছে তারা
যাদের হাতে ঝান্ডা ধরা।
বাবুর বাড়ির রেসিপি নতুন নতুন সাজে
অসহায় গরীব পিতা স্বপ্নে খাবার খোঁজে।
করোনা মহামারি হয়তো থামবে একদিন,
পেটের জ্বালা চলবে আর কতদিন।
খাদ‍্য-খাদক লড়াই প্রাণী‌ মধ‍্যে চলে
আমরাও যাব কী! এবার সে দলে।
লাইভ সঙ্গে থেকো বন্ধু আমার এক ঘন্টা ধরে
দেখাইব কেমন করে মানুষ সেবা করে।
অদ্ভুত লাগে আমার, দেখলে পায় হাসি
কেমন করে বলি আমি মানুষকে ভালোবাসি।
বলেছিলো কেউ নিঃস্বার্থ ভালোবাসা তো সেটাই হয়,
বিনিময় যেখানে, কোন প্রত‍্যাশা নয়।