সকালবেলায় সংবাদপত্রের প্রথম পাতায়,
প্রতিহিংসার খবর কেই বা ছাপায় ?
বেইজিং শহরে ১৮বারের  বেশি ভ্রমণ।
তবে কোন সাহসে করে ওরা  সীমান্ত অধিগ্রহণ।
রাজনীতির মাথামুণ্ডু কিছুই বুঝি না ছাই।
পরের ২,৩ পাতায় তেমন কোন খবরই তো নাই।
৪র্থ পাতায় ধর্ষণের খবর লেখা আছে বেশ,
এত সুন্দর গুছিয়ে লেখা যে নাই তার কোন শেষ।  
অবশেষে চাকরির খবর ছোট্ট করে,
স্থান পেয়েছে ৫ম পাতার কোনের ঘরে।
৬নং পাতায় বিজ্ঞান-প্রযুক্তির আসল কথা,
ঢাকা দিয়েছে বিজ্ঞাপনের বিলাসিতা।  
আর মেধাবী ছাত্র-ছাত্রী ছিল যারা,
৭নং পাতায় চাকরির খোঁজে দেশ ছাড়ছে তারা।
৮এর পাতায় অসহায় প্রেমিকের কষ্ট।
প্রেমিকা করেছে  নাকি তার জীবন নষ্ট।              
অবশেষে ৯ নং পাতার কোভিড এর খবর,
তারপরেই আছে প্রধানমন্ত্রীর বিদেশ সফর।
খেলার পাতায় জাতীয় খেলার নাম আর আসে না।      
নতুন প্রজন্ম তাই তাকে আর ভালোওবাসে না।      
অবশেষে সব পাতা উল্টে পাল্টে করলাম শেষ,
এটাই বলতে পারি রাজনীতি ভেঙেচুরে এদের চলে যাবে বেশ।
সমাজ, দেশ,শিক্ষার কথা যদি না লেখ তোমার পাতায়,
তবে তুমি একদিন হারিয়ে যাবে স্মৃতির খাতায়।
এখনো সময় আছে সংশোধন করে ভুল,
না হলে সবার বাড়ি থেকে একদিন হবে নির্মূল ।