"আমাদের গ্রাম "


আচ্ছা, তোমাদের সবার গ্রামটাও কি এমন ?
ঠিক আমাদের গ্রামটা যেমন -
বটবৃক্ষের তলায় থাকবে ছোট্ট পাঠশালা ,
হই হুল্লোর  থাকবে সেথায় দু-বেলা।


দুপুরে গুরুমশাই টেবিলে বসে ঘুমাবে যখন,
বিচ্ছু গুলো চুপিসারে পালাবে তখন ।
কাঁচা রাস্তার উপর দিয়ে চলবে গরুর গাড়ি,
দুপাশে সারি বেঁধে যার থাকবে মাটির বাড়ি।


সরু নদীর চরে বসবে গ্রামের ছোট্ট হাট,
নানান রকমারি সাঝে বসবে দোকানপাট।
খুদে ছেলে-পুলে মাখবে মাটি, উরাবে বালি
সাদা মনের পাগল হবে যার নাম হবে 'কালি'।


শীতের দিনে তার স্নানের ঘাটে জমবে আসর,
প্রতি সন্ধ্যায় গৃহস্থের বাড়ি বসবে হরি বাসর।
আছে একটা বুড়ো ঠিক যেন - তারিণী খুড়ো,
গল্পে ভোলাবে মন থাকবে না যার আগা মুড়ো।


স্কুল-ছুট শয়তান গুলো যেথায় পারবে খেজুর রস,
ধরা পড়লে মিষ্টি মধুর হাসিতে করবে বস।
চায়না কোন উন্নত সভ্যতার নোংরা আলো,
সারাজীবন ছোট্ট হয়ে এমন গ্রামে কাটাতে
পারলেই হতো ভালো"।