ক্ষমা করিও কিন্তু প্রিয় মোরে-
           ভালোবাসি যে শুধুই তোমারে।
     হয়তো বলিতে পারব না সে কথা কোনোদিন,
     তবুও ভালোবেসে যাব গোপনে চিরদিন।


        মুখে বলা ভালোবাসার মুখেই হয় শেষ,
      নীরব ভালোবাসা চিরজীবন রয়ে যাবে রেশ।
         বিধাতা ছাড়া সে কথা জানিবে না কেউ।
        চোখের পানে চাইলে বুঝিবে হৃদয়ের ঢেউ।


       চারিদিকের শব্দ তোমার হৃদয় করেছে বাসা।
   তাইতো বোঝোনি তোমারও মনের নীরব ভালোবাসা।।