চাই যে শুধু একটি মেয়ে ।
             যে বাসবে ভালো আমায় চেয়ে ।
             পাগলামি করবে আমায় ঘিরে ,
             কাজের মাঝে দেখবে ফিরে ফিরে ।


                   বন্ধু হয়ে সে থাকবে সদায় পাশে ,
                   জীবনে দুঃখ যতই না আসে ।
                   মাঝে মাঝে অচেনা তারার দেশে,
                   বুকের পরে মাথা দিয়ে যাব দুজনে ভেসে ।


          অভিমানে রাঙ্গা ঠোঁটে আসিলে কাছে,
          বসাইবো তারে মন মন্দিরের পাশে,
          ঘুরে বেড়াবে যখন সে ঘরময় ।
           নুপুরের শব্দ যেন হৃদয়ে ছোঁয়া পায়।


                  ভেজা চুলে আসবে যখন সে সকালে,
                  খোপায় ফুল,লাল টিপ থাকে যেন কপালে।
                  কল্পনার সে মেয়ে আসবে কবে ?
                  ব্যাকুল হৃদয় আর কত পথ চেয়ে রবে ??