সংক্ষিপ্ত ------
(শীর্ষেন্দু )
জষ্টের এই প্রবল গরমের মাঝে
কালো মেঘের শোভায় আকাশ যখন সাঝে -
বাঁধ ভাঙে মনের সে সুপ্ত আশা ,
হয়তো-বা পাগলামি বা মনের কোন ভাষা ।


যদি আসে ঝোড় হাওয়া ,ঝিরি-ঝিরি বৃষ্টির সাথে ,
তোমায় নিয়ে হাটতে চাই ওই কাঁচা মেঠো পথে ।
কচু বা কলা পাতায় হোক আমাদের ছাতা
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীকে বলুক সে- কথা ।


আশ্রয় নিতে চাই কোনো এক বট গাছের নীচে ,
যেখানে ফুঁচকার দোকানি বসে আছে দরজার পিছে।
তোমার কথায় মাখবে সে তার সমস্ত কাঁচা লঙ্কা ,
মেঘের গর্জনের সাথে আমার মনেও বাঁচবে ডঙ্কা


বৃষ্টির  জলে -চোখের জলে ভরবে তখন সে বাটি।
বদমাশ দোকানি মুচকি হেসে বলবে দিদি ভাইয়ের সম্পর্ক যে বেশ খাঁটি ।
-------- সংক্ষিপ্ত