স্বৈরাচারিনী
না, পেরেছি বাঁধতে তোকে  কথার জালে-
না পেরেছি বাঁধতে তোকে  হৃদয়ের অন্তরালে।
তবু কেন আজও "স্বৈরাচারীনী" শাসকের মতো
চাবুক উঁচিয়ে করে যাস হাজার ক্ষত ।


সারা জীবন শুধুই যে লাঞ্ছিত হয়েছি অনাদরে,
নিরুপায় ভগবানও কাছে ডাকেনি সমাদরে।
তবু কখনো যদি আসে কেউ ! থাকতে এ ঘরে ,
ভাঙ্গা হৃদয়ের,ক্ষত বিছানা দেখে যাবে নাতো সে ফিরে ?