ওহে নতুন তুলিয়া লও মরে ,
       আগলায়া রাখ আমার বাহু ডোরে ।
         পুরাতন স্মৃতির বাঁধন ভেঙ্গে ,
          মুক্ত করো আজ কাছে টেনে ।


                          মায়ার বাঁধনে আটকে রেখে
                          পাড়ি দিল সে নতুন ভোরে ।
                           করিয়াছি ফিরাইবার বহু চেষ্টা ,
                           ব্যর্থ হইল মোর সব প্রচেষ্টা ।


      ফিরিল না সে পিছন ফিরে ,
       অশ্রু বদনে লুটাই পরে ।
       স্মৃতিগুলো সব কুড়িয়ে এনে ,
       বন্দী হলাম আপন মনে ।


                         স্বপ্নগুলো ভাঙ্গিয়া গেল
                         দমকা হাওয়ার আগমনে।
                         সাজের বাতি জ্বালিয়ে ঘরে ,
                         তুমি আসিলে নতুন করে ।


     যাক সেসব অতীত হয়ে                                        
         বর্তমানের ছোঁয়া পেয়ে।