অচেনা বন্ধু
জীবনের প্রথম আঘাতে যখন আমি দিশেহারা।
চেনা বন্ধুদের মাঝে ছুটে গিয়েছিলাম
কিন্তু সবাই যেন কেমন বদলে গেল হঠাৎ করে-
তখন অচেনা দূরবর্তী বন্ধু হয়ে তুমি  দিলে সাহারা।


ভিন্ন দেশ, ভিন্ন জাতি হয়েও তুমি করলে যে বিশ্বাস,
দেখালে পথ বাঁচার আবার নতুন করে।
আমার সমস্ত দুঃখ - কষ্ট নিলে আপন করে,
তাই তোমার সম্মানের মূল্যে দিতে পারে জীবনের শেষ নিঃশ্বাস।


হয়তো সময়ের ব্যবধানে কালক্রমে বন্ধুত্ব যাবে সরে।
তবুও সারা জীবন ভাঙা  হৃদয়ের কোনের ঘরে থাকবে পরে।