ওই দুটি নয়নের নিরবতা,
গােপনে মাের মনে কহে কথা ।
ছিল যে মন প্রাণ আলাে করে ,
বুঝিনি কখনো তা ভালো করে।
অজানার মাঝে ছিলে এতদিন,
সহসা সে দিন হয়েছে জানা।
জীবনের শেষে আবার একদা,
আর এক অজানা দিবে যে হানা।
দুই অজানার মাঝখানে সখি ,
এসেছে ক্ষণিক আলেয়া আলাে ,
অতি ভয়ে ভয়ে বাসি তারে ভালো ।।