"ভাঙা খেলনা
                          💔"


জানিস তোর প্রিয় খেলনাটা আজ সত্যিই ভেঙে গেছে।
মিথ্যা অভিমানে নতুন খেলনা পাওয়ার আনন্দে যখন তুই ভুলতে বসেছিলি। নিজের হাতেই তোর নতুনের পাশে আমার সেই পুরনো খেলনা রাখার অনেক চেষ্টায় করেছি কিন্তু ভুলে গিয়েছিলাম সদ্যজাত শিশুর কাছেও পুরনো
খেলনার মূল্য সামান্যের চেয়েও অনেক কম।


তবুও জোর করে যখন পুরাতনের অস্তিত্বের দাবি রেখেছিলাম তুই দিলি ছুরে। গেল ভেঙে সে ভাঙার দৃশ্য জানে রাতের তারা, ঘরের নীরবতা ,আর দু চোখের ধাঁরা যারা প্রতিদিন একবার করে ভাঙ্গা খেলনার  সমবেদনা জানাতে বাইরে আসে ।


খুব রাগ হয়েছিল সেদিন কিন্তু তুই তো জানিস সে রাগ ক্ষণিকের। তাই আবার গেলাম কোন রকম সাড়িয়ে নিয়ে । এবার তোর চাবিকাঠি তে তোর নতুন খেলনা তোর সেই পুরাতন খেলনা কে যখন স-জোরে আঘাত করলো তখন তোর মুখে যে দীপ্তিমান জয়ের হাসি দেখেছিলাম সেদিন সব ভেঙে গিয়েছিল ভেঙে ছিল স্বপ্ন,ভবিষ্যৎ থাকুকই না আজ সে সব ।


কি অদ্ভুত না বর্তমানের এক আঘাতে অতীত-বর্তমান-ভবিষ্যৎ এক নিমিষেই ধুলিস্যাৎ হয়ে যায়
তারপরও মানুষ বেঁচে থাকে শুধু 'আশা' নিয়ে আর যখন সেটাই শেষ হয়ে যায় তখন জীবিত মানুষও মৃতের সমান হয়ে যায়।


আর সেদিনের সেই আঘাতের দাগ খেলনাটার উপর এমন ভাবে ছাপ রেখে গেছে সহজেই হয়তো কেউ আর সে খেলনা নিয়ে আর খেলতেও চাইবে না। তাতেও কোন আপসোস নেই সেদিনের তোর সেই দীপ্তি মান হাসির কাছে সবই তুচ্ছ ।