ভাষার সংকট


গরীবের ঘরে আজ মাতৃভাষা কাঁদে ,
পেতে থাকা ইংরেজি মাধ্যমের ফাঁদে ।
শিশুর জীবনের শুরুতেই এই ব্যবধান
সারাজীবনে নেই যার সমাধান ।


আর বিদ্যা ব্যবসায়ীদের আগমনে,
গুরুমশাই আজ পালালো গোপনে।
একদিন সালাম,বরকত প্রাণের বিনিময়ে,
মাতৃভাষাকে বাঙালি এনেছিল ছিনিয়ে।


আজ তার মাথায়  ঘোর সংকট,
হাল ধরো ভাই এবার হয়ে প্রকট।
কারণ যে জাতির হারিয়ে ফেলে তার সংস্কৃতি
তার যে ঘটে মানসিক বিকৃতি।


"জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না"।
কারণ আমরা আমাদের সংস্কৃতিকে ভালো-বাসি না
ওরে পিছন ফিরে একবার তাকা ভাই।
এই পিশাচের পদছবিতে ভবিষ্যতে তোর হবে না ঠাই।