ইচ্ছে
শীর্ষেন্দু বৈরাগী
ইচ্ছে এই" ঘুরতে চাই স্বরসতী পুজোয় তোমার সাথে-
অনুমতি দিলে তোমার ডান হাত রাখবো আমার বাহাতে!
ইচ্ছে এই" পুষ্পাঞ্জলির সময় ফুল-ছুরব তোমার মাথায়,
তুমি মাথা নিচু করে আড়চোখে চাইলে, সে ছবি রেখে দেবো মনের খাতায়।


ইচ্ছে এই" কনুইয়ের এর ঠেলায় ধরিয়ে দেবে আমার ভুল মন্ত্র ।
একটা দিন হয়ে যেতে চাই তোমার হাতের যন্ত্র!
ইচ্ছে এই " পুজো শেষে প্রসাদ কুরিয়ে ঘুরব সারা পাড়া ,
বৃদ্ধ বুড়ির কুল গাছে ঢিল মেরে খেতে চায় তারা।


ইচ্ছে এই " একবার ফিরে এসে বলে যাও কী ছিল আমার ভুল।
কোন অপরাধে ভাসালে আমার চোখের দু-কুল 😭
ইচ্ছে এই" হে ভগবান যেন ভুলে যেতে পারি তাকে ।
যে আজ অন্যের অপেক্ষায় রাত জাগে!।