আকাশ আবার
----------------------
আজ কেই হারাব সেই স্বপ্নিল আকাশে,
যেখানে খেলা করে পাখি স্বাধীন  পাখা মেলে।
ভিজবে নাহয় চোখ নোনা জলে,
তারপর যেন মিশে যাবে বৃষ্টি হবে আকাশের বুক চিরে।
হাহাকার রূপ নেবে তীব্র বজ্রপাতে,
থাকুক সুখে  সকল আমার সুখস্মৃতি,
তবুও পূর্ণতা আসুক তার অপূর্ণতাতে।
সুখ তুমি খুঁজে নিও নিজে নিজে,
আমি নাহয় থাকব তীব্র বিষাদে,দেখব আকাশ আবার অন্য চোখে।
সকাল হবে সাদা আলোর সাথে,দুপুর নাহয় কাটাব ধুলি মাখা আকাশে।
বিকেলে হব রঙিন দিগন্ত, রাতে রব পুরোনো তারার মাঝে।
নাহয় থাকুক কিছু অপূর্ণতা আমার জন্যে,
আমি নাহয় হব সুতোকাটা ঘুড়ি যে পথ খুঁজে।
মিলবে নাহয় আমার শূন্যতা আকাশের শূন্যতার সাথে,
তবু তুমি থেকো সুখের খোঁজে,খুঁজে নিও তোমার পূর্ণতা পৃথিবীর ক্ষত বুকে।
আমি নাহয় রইলাম স্বাধীন পাখিদের ভিড়ে,
যেখানে দেখি আমি আকাশ আবার অন্য চোখে।