ঝাপসা ঝাপসা সব ঝাপসা,আলোর অভাব
জানালার কাঁচ, চশমার গ্লাস সব ঝাপসা।
এক পাক্ষিক আলোর মাঝে শূন্যস্থান
এ সকল স্টেশন একমুখী -
যাবার পথ তার জানা,ফেরার পথে সে মূর্খ।
বিদ্বেষে ভরা সেই রাত,নাহয়
শার্সিতে কাপন উঠানো শীতের অন্ধকার
সবই তো দ্বি পাক্ষিক আলোর চাহিদা।
আলোগুলো হোক বাগ্মী
উচ্চ বক্তৃতা হোক এই আলো।
কবিতাতো মেকি,দ্বিপাক্ষিক আলো আবার
একটু অতিপ্রাকৃত হয়,ধরায় সবার
আকর্ষন এই দ্বিপাক্ষিক আলোয়।
নির্বোধ,মহামূল্য এই আলোর
বদ্ধ দরজা গুলো খুলবেই এর চাবিতে
এই আলোতেই নাহয় খুজব শান্তি অথবা সুখের পথ।
মিথ্যা কবিতা নিয়ে তোমরা দূরে থাক
এক জবানবন্দিতে দাড়িয়ে আছে এই আলো,
থাকুক,সজীব থাকুক চিরকাল
আর তোমরা নাহয় থাক সন্ধানে।