অসীম অকল্পনীয় সন্ধ্যা
_____________________
আজ সন্ধ্যায় কঠিন আকাশটায় প্রতিনিয়ত বজ্রপাতের ঝলকানি
কালো মেঘ ঢেকে দেয় সেই চোখ জ্বলা আলোর বিচ্ছুরণ।
আজ সন্ধ্যায় ভেজা মাটির সুভাস চারিপাশে
কথা রাখেনি কেও! কথা রাখেনি সেই কল্পনীয় সন্ধ্যা।
অসীম সন্ধ্যা, তীব্র বজ্রপাত, আর ঘোর আধার
জড়ানো সেই ভালবাসা আর আলিঙ্গন, স্মৃতিদের বড়ই উৎপাত।
তবে তা আজ মৃত্যুর পদ যাত্রায় পা মিলিয়েছে,
তা আজ অকল্পনীয় সত্য হয়েছে।
কথা রাখেনি কেও,কথা রাখেনি-
মাথা গোঁজার  সেই স্বপ্ন, নাহয় ভয়ে গুটিসুটি।
হ্যাঁ,সেই স্বপ্নগুলো আজ আছে নিরাপদে।
তীব্রভাবে আঁকড়ে ধরেছি ঠিক সেই বজ্রপাতের মতো,
শুধু কথা রাখেনি সেই ঘোর সন্ধ্যা,
সেই সুভাস ছড়ানো সন্ধ্যা আর কল্পনীয় সত্য।