আচ্ছা আকাশের মেঘগুলো কি সুখে আছে?
নাকি?  তারা সূর্যের তীব্রতায় হয়েছে কালো।
আকাশের পাখি? তারাও কি আজ বিরক্ত
ঐ ধূলিময় আকাশে সাঁতরে সাঁতরে।
পথে নামি এবার।
সুখ খুঁজে দেখি,পাই কিনা।
অনেক ভিড়,সন্ধানে সুখি মুখের।
হায়! রাস্তার কুকুরও তো ভুখা
সেই ডাস্টবিনের পাশের ছেলেটার মতো
নাকি? হাত পাতা ঐ কুজো বুড়োর মতো।
খেলার মাঠ,ভেসে উঠে দুরন্ত শৈশব
ভেসে আসে সুখের প্রতিচ্ছবি।
পরক্ষণেই ভাবি তাদের সকালের চিত্র
না তারাও সুখে নেই।
ক্লান্ত আমি,সুখের সন্ধান আজ শেষ
অসুখী হয়েই ঘরে ফিরব রোজকার মতো।