সাঁঝবেলার ঝাপসা আলোয় অস্পষ্ট একটা মুখ আঁকা,
ছায়ার মায়া মুছে দিলেই বুকের ভেতর ভীষণ ফাঁকা!

আঙুল দিয়ে আঙুল ছুলে
হৃদয় থেমে যায়।
সময়গুলো পিছিয়ে দিলেই
তোমায় আবার পাই।

আসলেই কি তুমি?
নাকি প্রতিধ্বনি??
পায়ে পায়ে এগিয়ে জীবন,
দিন ফুরালেই যেন বাঁচি,
আর মাত্র কয়েকটা দিন, দিব্যি ভুলে যাচ্ছি।

ঘুম ভেঙেই সেই একই সকাল, একই অনুভূতি _আর কতোদিনই বা রবে?
একটা সকাল কেবলই আমার শুধুই সকাল হবে!

চোখ দুটো থাক বইয়ের ভাঁজে,
ভুলে যাওয়া অপ্রয়োজনীয় কাজে,
মনে পড়বে না এমন সাঁঝে,
প্লিজ, তুমি জোনাকি হয়ে ফিরো!
আমি চিনবো তোমায়,
বুঝবো তুমি_
শুধু ঘুণাক্ষরেও মনে পড়বে না তোমার কোন অস্তিত্ব
ঘুম, হৃদয়, মস্তিষ্ক, স্মৃতি কোথাও থাকবে না তোমার বিচরণ!

আমি বুঝবো না কেন
হঠাৎ কদম ফুলে, শিউলি তলে
দিঘীর জলে, ঘ্রাণ নেবার ছলে
আমি প্রাণ ভরে শ্বাস নিই!!
যেন নি:শ্বাসের উষ্ণতা ছড়ায়
সন্ধ্যামালতি,
হাসনাহেনা, আর এ্যারোমেটিক জুঁই।
আমি ভুলে যাই তুমি ছিলে
আবার শিশির ভেজা পাতাগুলো খুব চেনা লাগে বলে আলতো করে তোমাকেই ফের ছুঁই!