শরতের কাশের বনের পাশ কাটিয়ে চলছিলাম
মাঝে মাঝে চোখ দুটো চলে যায় সেই নীলিমায়
হঠাৎ, পেছনে বেজে উঠল ঘুঙুরের ধ্বনি
কিন্তু চেয়ে দেখি কেউ নেই,
আবারও মনের আনন্দে পথ চললাম।


চারিদিকের মায়ের আগমনী গান
আমার হৃদয়কে  রাঙিয়ে তুলল।
আমি যেন স্বর্গের প্রায় দ্বার প্রান্তে
এমনি আবারও বেজে উঠলো জোরালো
ঘুঙুরের আওয়াজ মিশ্রিত পদধ্বনি।
কিন্তু, চেয়ে দেখি ছোট্ট একটি বালিকা,
পরনে সবুজের আভা, কেশে লতার বাহার
চোখে কাজলের উজ্জ্বল রেখা,
পায়ে সোনালী ঘুঙুর সহ রক্তিম আলতা পরিহিত।


এই যেন স্বপ্নে আসা সেই পুচকে বালিকাটা
অবিকল যেমনি দেখেছিলাম প্রায় তেমনি
চোখ যেন আর পড়ছে না,
এমন উজ্জ্বল দিপ্ত রেখা চতুর্দিকে ছড়িয়ে
আমার সম্মুখে সুস্পষ্টভাবে প্রতিয়মান।
আবার যেন ফিরে পেলাম সাক্ষাৎ স্বপনে আসা সেই বালিকাকে।