আবার কার্তিক এসেছে আমাদের এই নবান্নের দেশে
সোনালী ভাব স্পষ্টত আজ , মাট-ঘাট পরিপূর্ণ ফসলে ,
শীতল মরসুম , চারদিকে কুয়াশা ছড়িয়ে আছে
নতুন ধানের শীষে লেগে আছে শীতল হিমেল পরশ,
সূর্যের আলো মাথা পেতে আছে সবুজ আইলের দেশে ।
ভরপুর পেট লেগে আছে ধান পোকাদের গায়
ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ, বিরক্ত কৃষক কুল ।
আবার কার্তিক এসেছে আমাদের এই উৎফুল্লতার দেশে
ঘরে ঘরে ধানের জোয়ার এসেছে ;মনে উল্লাসের রেশ ।
কৃষকের ছুটাছুটি লেগে থাকে ভোর হতে সারাদিন ক্ষণ ,
কঠোর শ্রমের অবসান হবে নতুন ধানের ছোঁয়ায়,
সকল ব্যথা হৃদয়ে রেখে খুশির জোয়ারে ভাসবে
আবার কার্তিক এসেছে দ্বারে , আমাদের এই নবান্নের দেশে ।