সবশেষে একদিন আমারও অন্ত হবে
দিনের এই আলো আধাঁরি ব‍্যস্ততার ফাঁকে,
সেই দিনক্ষন আমার অজানা।
কত হেমন্ত, কত বসন্ত কাটিয়ে দিলাম
আবারও কত কাটিয়ে দেবো ;
জীবনের সেই অন্ধকারাচ্ছন্ন কুটিরের মাঝে বসে।
আলোতে যাওয়ার আকাঙ্ক্ষা হলেও
পারি না যেতে সকল জরাজীর্ণতাকে দূরে সরিয়ে,
অন্ধকারের সকল গ্লানির শৃঙ্খলে আজ আমি বন্দি,
পারি না সেই শৃঙ্খল থেকে মুক্ত হতে,
শুধু আমি নয় -
এই পৃথিবীর পরে নীলাভ আকাশ তলের সকলেই।
সকলেই আজ বন্দি হয়ে আছে
নিজ নিজ মননের কালিমায়।
আর পারি না এই যন্ত্রণার ঘানি টানতে,
এই যন্ত্রনাকে সঙ্গ করেই একদিন চলে যেতে হবে
দিনের এই আলো আধাঁরি ব‍্যস্ততার ফাঁকে।