১) রূপ


অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি
কত দিবস রজনী ধরে,
তবুও যেন তোমায় দেখার স্বাদ মেটে না।
যতই দেখি, ততই তোমার ঐ রূপ যেন
দ্বিগুণ বেড়ে যায়,
আমি মুগ্ধ - মুগ্ধ আমি তোমার সেই
জোছনা ছড়ানো উন্মাদ করা রূপে।


২) খুঁজব কেন?


অন্ধকারের গভীরে তোমায় আর খুঁজি না।
দিনের ঝলমল আলোকসজ্জাতেও আর খুঁজি না।
খুঁজব কেন? --
তুমি যে আমার হৃদয়ের গহীনেই সদা বিরাজমান।


৩) সম্পর্কের ছায়া


হেমন্তের কুয়াশার অন্তরালে যেন
সৃষ্টি হচ্ছে এক সম্পর্কের ছায়া।
তোমার চোখে তা প্রতিয়মান না হলেও
আমার চোখে তা স্পষ্টত ।