শীতের রাত, তবুও অসম্ভব সুন্দর
চারদিকে হিমেল হাওয়া;
কুয়াশার চাদরে মোড়া গোটা পল্লি
আর আমি জবুথব হয়ে পড়ে আছি
শীতল বিছানায়; নিশ্চুপ হয়ে।
পল্লীর মুখ আমি দেখি না ,
তোমার মুখ‌ও দেখি না তাতে
নিশীথের আঁধারে ;
কুয়াশার আবডালে রয়েছ তোমরা ।
কত যে যুগ হলো ----
তোমাদের স্পর্শ পাই না।
ইচ্ছে করে এই শীতল আঁধারেই
নিজেকে অদৃশ্য করে দেই  
একরাশ বিরক্তি আর অভিমানে।
তবুও এই পৌষের রাতে
হৃদয় দিয়ে বলতে চাই -----
কত সুন্দর এই রাত
কত সুন্দর তুমি ,
------- শুধুই অনুভবে ।