আমি আজ তোমার অন্তপুরের নিবাসী!
ঠাঁই দিও চিরকাল, যতদিন জীবিত এই বিশ্ব মাঝারে,
ছেড়ো না কোনো দিন আমার এই নগ্ন-শীর্ণ হস্ত
আজীবন তোমার শান্তির নীড়ে করো চির অধিষ্ঠান।
তোমার স্নেহে পালিত হবো-
হে আমার সুন্দরী মাতৃ-স্বরূপা
হে আমার সুন্দরী শ‍স‍্য শ‍্যামলা ত্রিপুরা।
তোমার চোখে অবলোকন করবো আমি
তোমার এই সবুজ-সোনালী নক্ষত্রের স্তূপ।
অরণ্যে ঘেরাও তোমার এই সুন্দরের পরশে
আমি যে নিতান্তই ধন‍্য।
আমি যে নিতান্তই ধন‍্য -
তোমার সবুজের আঙিনায় হেসে খেলে বেড়ে উঠায়।
আমি যে আমৃত্যু পযর্ন্ত তোমার সবুজের পরশেই থাকতে চাই,
বাঁচতে চাই তোমার সবুজকে গ্রহণ করে,
আলোকিত হতে চাই তোমার সবুজ আলোয়,
আমার মনে, ধ‍্যানে , জ্ঞানে, সুখে, দুঃখে শুধুই তুমি,
হে আমার প্রাণের পূন‍্যভূমি,
হে আমার প্রাণের জন্মভূমি।