হঠাৎ এসেছিলে একদিন এই বিজন পথের বাঁকে ,
চেয়েছিলাম আমরা দুজন দুজনার দিকে।
হয়েছিল অনেক কথা , যদিও ছিল না বলার কিছু
তথাপিও আমার শব্দের ধ্বনিরা ধাবমান তোমার পিছু।
প্রস্ফুটিত এই পথের ধারে কতশত রকমারি ফুল
তোমার সেই কবরীর মাঝে খেয়েছিল তারা দোল ।
যৌবনের অরুণোদয় থেকে পরেছিল এক ক্লান্তির ছায়া
তোমার স্পর্শে স্নিগ্ধ হলো আমার কবোষ্ণ কায়া ।
রূপে পরাক্রান্ত হয়ে তুমি করেছিলে কলরব
তোমার রবে বিভোর হয়ে আমি হয়েছি পরাভব।