একদিন বললাম এই হৃদয়কে ,
হে হৃদয়-
তুমি সত্যিই বিচিত্র।
তোমার মাঝে শত শত সৌন্দর্যের
নিবিড় ঘনবসতি।


তাদের নিয়েই তোমার প্রত্যহ পথ চলা;
তাদের নিয়েই তোমার স্বচ্ছন্দতা;
তাদের নিয়েই তোমার আগামী জীবন।


হে হৃদয়-
এখনো তুচ্ছতা, ঘৃণার ঊর্মি জলরাশি কি, জান না
এখনো নিস্তব্ধতার পরিবেশ কি, জান না ;
এখনো বিরহের আঁধার রাত কি, জান না ।
সত্যিই তুমি বিচিত্র; স্বতন্ত্র।


হে হৃদয়-
তোমার মাঝে যাদের শান্তিপূর্ণ সহাবস্থান
তারা কি সত্যিই তোমার স্বজন ,
না কি বসন্তের কোকিল?
দেখবে সম্মুখেই অলক্ষ্যে হারিয়ে যাবে একদিন।
তখন তুমি সেই শূন্য ঘরেই একাকীত্বের সঙ্গি হবে ।