ভাষা--
এতোকাল ছিলাম আমরা নিদ্রিত!
সমুদ্রের অতলে ছিল বাস।
তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম ,
রুদ্ধ হয়েছিলাম এক অন্ধকার কারাগারে।


আজ আসছি শিকল বেড়ি ছিন্ন করে ;
আসছি একে একে।
তেরে আসছি আমরা--
সাহারা, সমুদ্র, দুর্গম গিরিপথ পারি দিয়ে।
কখনো হচ্ছি রক্তাক্ত,
কখনো বা হচ্ছি জলে ডুবন্ত।


বুঝেছি আজ আর নিদ্রিত থাকলে চলবে না,
বিদ্রোহের বীজ হয়ে--
ছিটকে পরতে হবে সবুজে সবুজে।
শত্রুদের উপর করতে হবে হুঙ্কার।
আর নয় বেরাজালে আবদ্ধ,
মুক্ত আকাশে বেড়াতে হবে আমাদের।
আঘাত করতে হবে সমাজের জরাজীর্ণতাকে।


পশ্চাতে টানতে হবে মিথ্যাকে।
আজ সত‍্যের থেকে মিথ্যার দাপট বেশি।
কারণ, সত‍্যটা ক্ষণস্থায়ী,
মিথ্যাটা আজ চিরস্থায়ী।


গগনে গগনে উড়াতে হবে বিদ্রোহের বাণী!
স্থলে, জলে গাইতে হবে বিদ্রোহের গান।
আমরা আজ বুঝে গেছি,
আর অবুঝ হয়ে নয় --
মনের কোণে আবদ্ধ থাকলে চলবে না।
স্বমহিমায় নিজেকে সকলের সন্মুখে প্রকাশ করতে হবে।  


হয়তো একটু কষ্ট হবে,
তবে বিদ্রোহী ভাষাদের মান একদিন বজায় থাকবে।