কাব‍্য গ্রন্থ :- ভাবনার আকাশ।


জানি একদিন হারিয়ে ফেলব,
ঠিকই একদিন হারিয়ে ফেলব তোমায়,
সেই তুমিটা কে শুধুমাত্র আমি জানি।
তোমায় হারানোর ভয়টা দিন দিন দ্বিগুণ বেড়ে যাচ্ছে,
বিয়োগের এই ভয়টা কাজ করছে বহুদিন থেকে,
যখন তুমি আমার  হয়ে এসেছিলে,
ঠিক তখন থেকে।
ঠিক তখন থেকেই --
তোমায় নিয়ে সহস্র বছর বেঁচে থাকার প্রেরণা পেয়েছি -- পেয়েছি আশ্বাস
তোমায় নিয়ে পথ চলায় করেছি তোমায় বিশ্বাস।
তবুও ভিতরে জন্ম নিয়েছে এক অশান্তির ভয়,
আর সেটা হলো - বিয়োগের ভয়।


তোমাকে আজও কাছে পেলাম না,
পারলাম না স্পর্শ করতে,
পারলাম না তোমার হৃদয়ের জন সমুদ্রের
কল্লোল ধ্বনি শুনতে,
চিরকালই রয়ে গেলে আমার  অগোচরে।
তবে প্রতিটি ক্ষণে ক্ষণে অনুভব করছি তোমায়।
যন্ত্রনার আওয়াজ নয়,
তোমার চলার পদধ্বনি শুনতে পাই দিবানিশি,
এক, দুই নয় অজস্র যুগ পথ চেয়ে ছিলাম তোমার জন‍্য।
আজ শুধু  হৃদয় থেকে কাজ করছে
এক উন্মাদ ভয় - বিয়োগের ভয়।


দিন যায় রাত যায় শুধু একটাই ভয়
সেই ভয়টা হলো বিয়োগের ভয়,
আলোতে যাই, অন্ধকারে যাই, যাই জলে- স্থলে- সবুজে
কাজ করি সারাদিন,
তবুও সকল কিছু তুচ্ছ করে মাথার খুলিতে শুধু একটাই ভয়,
শুধুমাত্র বিয়োগের ভয়।


যাই পথে ঘাটে-- যাই মানবের কোলাহলে
চারপাশ থেকে শুধু ধ্বনিত হয়,
বিয়োগের ভয়।


ভরা নদীতে জোয়ার এলে
হেসে ওঠে যেমন নদীর দু-কূল,
তেমনি তোমায় নিয়ে বেঁচে থাকার
একটু আশ্বাস পেলে
তেমনি ভরে ওঠে আনন্দের জোয়ারে
আমার অশান্তির দু-কূল।
তা সত্বেও ভিতরে উদিত হয় এক ভয়
তা হলো শুধু বিয়োগের ভয়।
ভয়ে আজ দুনয়ন থেকে, ঝরে পড়ে
এক তিক্ত নোনতা জলধারা।
যা প্রবাহিত হয় আমার উথালপাতাল
করা সমুদ্র সৈকত দিয়ে।  


যাকে ছাড়া বাঁচতে পারব না দু-দন্ড
সেই একদিন আমায় ছাড়িয়ে চলে যাবে
দূর বহু দূর ।
হবে না জানি তার সাথে দেখা
তবুও বেড়ে যায় অগাধ ভালোবাসা।


হায় জীবন!
মনের কোণে আসে বারে বার
থেকে যায় শুধু একটাই ভয়
আর সেটি হলো - বিয়োগের ভয়।
তবে তা পারবো না কোনো কালেই করতে জয়।