১) এই সাগরের বুকে জমে আছে কত হাজারো ব্যথা ।
ভোরের নিঃশব্দ বাতাসে ভেসে আসে--
এক মুঠো বিরহের কবিতা।
তার ছত্রে ছত্রে লিপিবদ্ধ আছে
অজস্র বিরহের বীজ।


২) হয়েছে আজ বহু যুগ --
সেই সমুদ্র সৈকতের বালুচরে আজ আমি একা ।
নিশির অস্পষ্ট কুয়াশায় --
তোমার মুখশ্রী খুঁজে যাই প্রতিনিয়ত।
তাতেই নিহিত আমার হারানো সকল সুখ।


৩) আজ আমি ক্ষুদ্র নিবাসী --
তোমার কুয়াশাচ্ছন্ন বালুচরের।
সেখানে বসত আমার দীর্ঘক্ষণ ধরে,
খুঁজেছি আমি -
প্রতিটি বালুর কণায় কণায়
প্রতিটা কুয়াশার বিন্দুতে ;
প্রতিটা রাতের অন্ধকারে
প্রতিটা দিনের ঘন নিবিড় ছায়ায় ।