বাবার অপাপবিদ্ধ ক্লান্তির ছাপ
দুরন্ত গতিতে ছুটেছে আজ
ধুম্র ; বিবর্ণ হয়ে নিঃশ্বাসের সহিত ।
দেখেছি তপ্ত রৌদ্র মাথার শিরায় বেঁধে;
বৃষ্টির বন্যা পৃষ্ঠ দেশে ধারণ করে
সমুজ্জ্বল দৃষ্টিতে কাটিয়েছে কত দিন।
হস্ত দুটো যেন কখনো রক্তলাল খাটুনি খাটার পাত্র
আবার কখনো অমাবস্যার চাঁদ।
অনেক দেখেছি আমি -----
ক্ষুধা বিধৃত করে নিশি যাপনে মনোনিবেশ করতে; আর
উদয়স্ত পরিশ্রমে দেহের রক্ত জল করতে।
কিন্তু ছল ছল চোখ দুটো প্রত্যক্ষ করেছে আজ আমার
বাবার সহস্র ক্লান্তির নিঃশ্বাস।
তাই তো শিরায় শিরায় অগ্নির মতো
রক্ত প্রবাহিত হচ্ছে অবিরত
আর সেই তপ্ত রক্তের ঝলকানিতে
হৃদয় আজ পুড়ে প্রায় দগ্ধ ।