আবারও ফাগুন এলো ধরায়
আগুন রঙে নিজেকে জড়াই
ঝরে যায় গাছের পাতা ,
ঝরে যায় বকের পাখা
ফাগুন হাওয়া লাগলো গায়  
আবারও ফাগুন এলো ধরায় ।


আবারও ফাগুন এলো ধরায়
আঙিনা জুড়ে পলাশের খেলায়
দূরে যায় বিষাদের সুর
মিষ্টি-লাজুক-শান্ত ভোর
চিকণ শীতে শোনা যায়
আবারও ফাগুন এলো ধরায় ।


আবারও ফাগুন এলো ধরায়
হেসে খেলে মেতে যাই
এই মাস মাতৃভাষার
এই মাস বাংলা ভাষার
বাসন্তী পরশ লাগলো গায়
আবারও ফাগুন এলো ধরায় ।