যখন তোমায় খুঁজে পাই --
সেই সাতটি তারার দেশে
সাতটি তারার পাশে
চন্দ্রালোকের মাঝে
আঁধার রাতের ত্রাসে
তখন হঠাৎ আমি আমাকেই ভুলে যাই।


যখন তোমায় খুঁজে পাই --
সবুজ ঘাসের দেশে
গ্ৰাম্য নারীর বেশে
কলসী কাঁখে সাঁঝে
আর ময়ূরপঙ্খী ভাসে
তখন হঠাৎ আমি আমাকেই  ভুলে যাই।


যখন তোমায় খুঁজে পাই --
পলাশ, বকুল দেশে
কৃষ্ণচূড়ার বেশে
রক্তিম আভার মাঝে
এই শূন্যের সর্বশেষে
তখন হঠাৎ আমি আমাকেই ভুলে যাই।