কে তুমি? এই বিজন মাঠের শান্ত কোলে
ভ্রমিতেছ গোধূলিতে একা একা নিরব মুর্চ্ছনায়,
নিঝুম রাতের জোনাকির মতো উন্মত্ত হয়ে,
ঢেলে চলেছ অহর্নিশি সৌন্দর্যের নির্ঝর ধারা।
কুহু রবে গেয়ে চলেছ গান - সুমধুর  তানে
যেন গীত ভৈরবি রাগে,
যেন বর্ষিত হচ্ছে প্রকৃতির মাঝে সুধাধারার অমুক লহরি।
ওগো আমার হৃদয়হারিনী, আনন্দ-স্বরূপিনী
চেয়ে দেখো একবার তুমি পিছন পানে --
দেখো, দেখো তোমার প্রেমারসে সিক্ত হয়ে
কৃষ্ণচূড়া যেন হয়ে উঠেছে আরো আগুন লাল।
তোমার পাদস্পর্শে যেন ফিরে পেয়েছে নবপ্রাণ ,
সেই সবুজ রাশি রাশি মৃত, নীরস ঘাসেরা ।
আজ যেন পৃথিবীর পরে নেমেছে হর্ষের জোয়ার
শুধু তোমার স্মৃতিচারনে, শুধু তোমার আগমনে...