কবিতা,শুধু তোমার জন‍্য আমি
পরিযায়ী পাখির মতো
পারি দিয়েছি কত হাজারো মাইল!
শুধু তোমার জন‍্য আমি
দিবানিশি ক্লান্তি দেহে
চেয়ে থাকি পথ প্রান্তে।


কবিতা, শুধু তোমার জন‍্য আমি
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকি
সেই অরুণোদয়ের কাল থেকে!
শুধু তোমার জন‍্য আমি
রুক্ষ শীর্ণ হস্তে কলম নিয়ে
বসে থাকি ছন্দালংকার নিয়ে।


কবিতা, শুধু তোমার জন‍্য আমি
পূর্ণিমার নিশিতে চেয়ে থাকি
আকাশের দিকে ফুটিত পুষ্পের ন‍্যায়!
শুধু তোমার জন‍্য আমি
প্রকৃতির কোল থেকে নিয়ে আসি
রূপের ডালি, তোমায় দেবো বলে।


কবিতা, তুমি যখন আমার পাশে বস
তখন আমি যুগ যুগ ধরে না পাওয়া সেই
অপূর্ণ ভালোবাসায় যেন বিলীন হয়ে যাই।
তুমি যখন আমার পাশে বস
তখন তোমার ঐ মুক্তোসম নির্মল দুটি
চোখের দিকে তাকালে যেন মনে হয়
ক্লান্তি দেহে ফিরে এলো খানিকটা শান্তি।


কবিতা, শুধু তোমাতেই ব‍্যক্ত হয়
আমার জীবনের ক্ষণে ক্ষণে আসা
সমস্ত রঙিন অনুভূতি গুলো।
তোমাতেই প্রাণ দিতে চাই  
আমার জীবনের স্বল্পতম অভিপ্রায়গুলো।