সারাদিন ঘুরেফিরে শুধু --
একটা কালো মানুষের সাথে দেখা হয় বারে বার,
তার সঙ্গে আমার ভিষণ ভাব,
আমার চলার পথ ধরেই চলে অবিরত।
আমি থমকে গেলে সেও থমকে যায়,
সূর্যোদয়ের মূহুর্ত থেকেই লেগে আছে সে আমার সাথে,
আবার তার চলার অন্ত হয় সূর্যাস্তের পর।


কালো সেই মানুষটার ভাব আবার দিনের অসীম আকাশের -
রাঙা সেই নক্ষত্রের সাথেও।
তাকে দেখি আমি নীলাভ আকাশ তলে,
রাঙা সেই নক্ষত্রের নীচে,
আমার চতুর্দিকে ধাবিত হয়।


দিনের সেই ব‍্যস্ততা কাটিয়ে
কালো মানুষটা আমার অভিমুখে ধরা দেয়
দিনের অন্তিমে।
সারাক্ষণই থাকে নিশ্চুপ, তখনও;
নিস্তব্ধ, নিস্তেজ হয়ে তাকিয়ে থাকে আমার দিকে।
শুধু আমার দিকে!